ভারী বৃষ্টির জেরে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দরে অবতরণের সময় পিছলে রানওয়ে থেকে বেরিয়ে গেল একটি বিমান। জয়পুর-মুম্বই (SG- 6237) রুটের স্পাইসজেটের ওই বিমানে যাত্রী ছিলেন মোট ১৬৭ জন। দুর্ঘটনার জেরে বিমানবন্দরের প্রধান রানওয়েটি আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্য রানওয়ে দিয়ে যাতায়াত করছে বিমানগুলি। এই বিমানবন্দরে নামার কথা ছিল এমন ৫৪টি বিমানকে আহমেদাবাদ ও বেঙ্গালুরুর বিমানবন্দরে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রায় সাত দিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। গোটা মুম্বই এখন কার্যত জলমগ্ন। ব্যাহত জনজীবন। সোমবার রাত থেকে অতি ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে ইতিমধ্যেই মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০ জনের। অনেক জায়গায় রেললাইন জলমগ্ন। তাই বিমান পরিষেবার পাশাপাশি ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবাও। বাতিল হয়েছে একাধিক বিমান ও ট্রেন।
জানা গিয়েছে, বৃষ্টির মধ্যে অবতরণের সময় সোমবার রাতে স্পাইসজেটের বিমানের চাকা পিছলে যায়। এর জেরে বিমানটি রানওয়ে থেকে বেরিয়ে যায়। দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। যাত্রীরা আতঙ্কিত হলেও সকলেই নিরাপদে রয়েছেন বলে খবর। অন্যদিকে, ভারী বৃষ্টির জেরে মহারাষ্ট্র সরকার মুম্বই, কল্যাণ ও থানের সব সরকারি ও বেসরকারি স্কুলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে।
Be the first to comment