টেক অফের পরেই বিমানের মধ্যে থাকা যাত্রীদের নাক ও কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। সঙ্গে সঙ্গে বিমানকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুম্বই বিমানবন্দরে।
মুম্বই বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মুম্বই থেকে জয়পুরের উদ্দেশে রওনা হয়েছিল জেট এয়ারওয়েজের একটি বিমান B737। কিন্তু কিছুদূর যেতেই বেশ কিছু যাত্রীর নাক ও কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। কিছু যাত্রী অভিযোগ করেন, তাঁদের প্রচণ্ড মাঠ ব্যথা করছে। সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরিয়ে আনা হয় মুম্বই বিমানবন্দরে। অসুস্থ যাত্রীদের চিকিৎসা শুরু হয় সেখানেই।
জেট এয়ারওয়েজ সূত্রে খবর, টেক অফ করার সময় এক বিমান কর্মী বিমানের মধ্যের বায়ুর চাপ ঠিক রাখার জন্য যে সুইচ রয়েছে তা অন করতেই ভুলে যান। ফলে বিমানের মধ্যে বায়ুর চাপ কমে যায়। তার ফলেই এই বিপত্তি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বিমানটিকে ১৬৬ জন যাত্রী ছিলেন। প্রায় ৩০ জন যাত্রীর নাক ও কান থেকে রক্ত বেরাতে শুরু করেছিল এই ঘটনার ফলে। অক্সিজেন মাস্ক ব্যবহার করেন কোনও উপকার হয়নি।
এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। তারা খতিয়ে দেখবে এই ঘটনার সঙ্গে অন্য কিছু যুক্ত ছিল কিনা। যে কর্মী সুইচ অন করতে ভুলে গেছিলেন তাঁকে বরখাস্ত করেছে জেট এয়ারওয়েজ। ওই বিমানের যাত্রীদের জন্য বিকল্প বিমানেরও ব্যবস্থা করেছে জেট।
Be the first to comment