মাত্র দু’ঘণ্টায় পৌঁছনো যাবে মুম্বই থেকে আরবে!

Spread the love
সমুদ্রের নীচ দিয়ে মাত্র দু’ঘণ্টায় পৌঁছনো যাবে মুম্বই থেকে আরবে! এই বিশেষ বুলেট ট্রেন প্রকল্পের জন্য আরব সাগরের দভীরে প্রায় দু’হাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে আরবের সংবাদমাধ্যম।  বলাই বাহুল্য, এই প্রকল্পের কাজ ষে। হলে আরব ও ভারতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেক এগিয়ে যাবে।
দু’হাজার কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পেরোনো যাবে মাত্র দু’ঘণ্টায়। ঘণ্টায় হাজার কিলোমিটার গতিবেগে চলা এই বিশেষ বুলেট ট্রেনের দিতে আপাতত তাকিয়ে দু’দেশই। জলের ভিতরে ভাসমান পাইপ দিয়ে চলবে এই ট্রেন। এক বার তৈরি হয়ে গেলে, এই ট্রেনে চড়া একটি ব্যাপক অভিজ্ঞতা হবে বলে মনে করছেন সকলে।
আরবের জাতীয় উপদেষ্টা ব্যুরো লিমিটেডের পরিচালক ও মুখ্য পরামর্শদাতা আবদুল্লা আলশেহী জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে। তিনি বলেন, “দীর্ঘ এই টানেল নির্মাণ শেষ হলে আরবের ফুজাইরা থেকে মুম্বাই পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেনে ভ্রমণ করা যাবে। এতে শুধু মানুষের যোগাযোগ নয়, দু’দেশের মধ্যে পণ্য পরিবহনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।“
তিনি আরও বলেন, “প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে মূলত দু’দেশের বাণিজ্যের উন্নতির লক্ষ্যেই। প্রকল্পটি বাস্তবায়ন হলে ফুজাইরা বন্দর থেকে ভারতে তেল রফতানি করা হবে। মুম্বাইয়ের নর্মদা নদী থেকে অতিরিক্ত বিশুদ্ধ জলও আমদানি করবে আরব। সেইসঙ্গে অন্যান্য পণ্যের আমদানি-রফতানিও উন্নত হবে বলেও আশা করছি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*