মুম্বইয়ের ডোংরিতে ভেঙে পড়ল বহুতল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১২ জনের। এছাড়াও ৫০ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। অতি ভারী বৃষ্টির জেরে বহুতলটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মুম্বই ও সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। এর আগে বৃষ্টিতে মুম্বইতে দেওয়াল ভেঙে একাধিক ব্যক্তির মৃত্যু হয়। আজ বেলা ১১টা ৪০ মিনিট নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই ৫ তলা বিল্ডিং ৷ তান্ডেল স্ট্রিটের ওই বিল্ডিংটির নাম আব্দুল হামিদ দারগা ৷ কম করে ৪০ থেকে ৫০ জন স্তূপের নীচে আটকে রয়েছে বলে দাবি স্থানীয়দের ৷
মঙ্গলবার সকালে ডোংরির তান্দেল স্ট্রিটে কেশরবাই নামে ওই বহুতলটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। এছাড়া ঘটনাস্থলে রয়েছে NDRF। উদ্ধারকাজ চলছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, প্রায় ১০০ বছরের পুরোনো ছিলো বাড়িটি। ৫০-৫৫ টি পরিবার ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা রয়েছে। আমাদের এখন একমাত্র লক্ষ্য দ্রুত সকলকে উদ্ধার করা।
Be the first to comment