অসতর্কতার কারনেই প্রাণ গেলো ৬ বছরের শিশুর

Spread the love

প্রতিদিনই খেলার পর লিফটে উঠে নিজের ফ্ল্যাটে যায় অংশ কুমার । রবিবারও খেলা শেষে লিফটে চাপে সে । কিন্তু এদিন লিফটের দরজা খুলতেই ছুটে ফ্ল্যাটের কাছে যেতে যায়। কিন্তু তখনই ঘটলো বিপত্তি। লিফটের দরজা ও দেওয়ালের মাঝে আটকে যায় খুদের পা । বের  করার চেষ্টা করতেই চলতে শুরু করে লিফট । তারপরের দৃশ্য মর্মান্তিক । রক্তাক্ত অবস্থায় অংশকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনাটি রবিবার সকাল এগারোটা নাগাদ মুম্বইয়ের ভাসাইয়ের একটি বহুতল আবাসনে ঘটেছে। ভাসাইয়ের ডায়াস রেসিডেন্সির বাসিন্দা অংশ কুমার গোন্দ। আবাসনের নিরাপত্তা রক্ষী জানাচ্ছেন, খুব হুড়োহুড়ি করেই লিফটে উঠেছিল অংশ । লিফট থেকে বাইরে যেতেই বেকায়দায় তার পা লিফট ও দেওয়ালের মাঝে আটকে যায়। পা লিফট থেকে ওঠানোর চেষ্টা করে শিশুটি, তখনই চলতে শুরু করে লিফট, নীচের দিকে গতিতে নামতে থাকে । নিমেষে লিফট নীচে নেমে আসার পরই উদ্ধার করা হয় অংশকে।

তবে প্রাথমিক ভাবে আবাসিকদের মনে হয়েছিল, লিফট কর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । সেই কারণে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করে অংশের পরিবার । পরে পুলিশের তদন্তেই জানা যায়, দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক । অসতর্কতার কারণেই ছয় বছরের অংশকে প্রাণ খোয়াতে হয়। লিফটের রক্ষণাবেক্ষণেও কোনও গাফিলতি ছিল না বলে পুলিশের দাবি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*