মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ড্যান্স বার

Spread the love

মহারাষ্ট্র সরকারের ড্যান্স বারের নিয়ম কানুন শিথিল করলো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের আরোপ করা কঠোর আইন আর বজায় থাকছে না পানশালায়। শীর্ষ আদালত বলেছে, মদ এবং নাচ একসঙ্গে চলতে পারে। তবে ধর্মীয় স্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটার দূরে থাকবে ডান্স বার। সম্প্রতি এরকমই নির্দেশিকা জারি করে মহারাষ্ট্র সরকার। আজ সেই নিয়ম খারিজ করে দেয় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, মুম্বইয়ে এই নিয়ম লাগু যুক্তিসঙ্গত নয়। আদালত আরও বলেছে, বারের ডান্সারদের টিপস দেওয়া যাবে। তবে, টাকা ছোড়া যাবে না। এর পাশাপাশি বার রুম এবং ডান্স ফ্লোর পৃথক রাখার নিয়মও খারিজ করা হয়েছে। এইসব ডান্সবারে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা নাচের সময়ও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ সন্ধে ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বারগুলি ৷

উল্লেখ্য, ২০১৬ সালে দা ডান্স বার রেগুলেশন বিল পাশ করেছিল মহারাষ্ট্র সরকার। নাচের জায়গায় মদ পরিবেশন করা যাবে না বলে সেই বিলে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি রাত সাড়ে ১১টার মধ্যে পানশালা বন্ধ বাধ্যতামূলক করা হয়। এই নিয়ম না মানলে পানশালার কর্ণধারের পাশাপাশি ক্রেতাদেরও জরিমানার নিদান রয়েছে বিলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*