দুবাই থেকে ট্রেনে চড়ে মুম্বই! তাও আবার সমুদ্রের তলা দিয়ে। শুনতে অলীক কল্পনা মনে হলেও, অদূর ভবিষ্যতে হয়ত বাস্তবে পরিণত হলেও হতে পারে। সমুদ্রের নিচে দিয়ে মুম্বইয়ের সঙ্গে রেলনেটওয়ার্ক গড়ে তুলতে আগ্রহী দুবাই। এমনটাই জানা গেছে খালিজ টাইমস সূত্রে। শুধু যাত্রী নয়, পন্য পরিবহনের জন্যও ‘আন্ডার ওয়াটার’ রেল লাইন বসানোর ইচ্ছা প্রকাশ করেছে ইউএই। রিপোর্টে সেদেশের ন্যাশনাল অ্যাডভাইসার ব্যুরোর অধিকর্তা আলসেহিইর বক্তব্য তুলে ধরেছে। সেখানে তিনি জানান, এটা পুরোপুরি একটা কনসেপ্ট। মুম্বইয়ের সঙ্গে দুবাইয়ের ফুজাইরা ‘আল্ট্রা স্পিড ফ্লোটিং ট্রেন’ নেটওয়ার্কের জুড়ে দেওয়ার ভাবনা চিন্তা করা হচ্ছে। পাশাপাশি, ফুজাইরা বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারতে তেল রপ্তানি ও নর্মাদার নদীর অতিরিক্ত জল আমদানির বিষয়টিও ভাবা হচ্ছে। তবে তিনি এটাও জানান, আপাতত চিন্তার স্তরে রয়েছে। আরও অনেক বিষয় রয়েছে, যা নিয়ে এখনও ভাবনা চিন্তার দরকার রয়েছে। কিছু পরীক্ষানিরীক্ষাও করা হয়েছে। তাতে দেখা গেছে, ফুজারিয়া থেকে মুম্বই ২০০০ কিলোমিটার রেলনেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তবে, ‘আন্ডার ওয়াটার রেল’ এই প্রথম নয়। ইতিমধ্যেই চিনে সেদশের কয়েকটি শহরের মধ্যে ‘আন্ডার ওয়াটার বুলেট ট্রেন’ প্রকল্প অনুমোদন করেছে। শীঘ্রই সেসব কাজ শুরু হতে চলেছে।
Be the first to comment