দাউ দাউ করে জ্বলছে বহুতল আবাসনের ১৪ তলা। প্রাণে বাঁচতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের সাবার্ব এলাকা চেম্বুরের তিলক নগরের একটি আবাসনে এতটাই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে পুড়ে অনন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। দমকলের ১৫টি ইঞ্জিনও আগুন বাগে আনতে পারেনি সহজে। অনেক ক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রের খবর। আবাসনের প্রত্যেককে বাইরে বার করে আনেন দমকল কর্মীরা।
বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তিলক নগরের সরগম সোসাইটি আবাসনের ১১ তলায়, ৩৫ নম্বর বাড়িতে আগুন লাগে। সিলিন্ডার ফেটে আগুন লেগে তা বহুতলে ছড়িয়ে পড়ে বলে দমকল সূত্রে খবর। তখন ১৫টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকল। ঝড়ের গতিতে আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে বলে জানাচ্ছেন বহুতলের বসিন্দারা। তখনই পুড়ে যান পাঁচ জন বয়স্ক মানুষ। পালাতে পারেননি তাঁরা। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই মৃত্যু হয় তাঁদের। তাঁরা হলেন, লক্ষ্মীবেন প্রেমজি গঙ্গার (৮৩), সুমন শ্রীনিবাস জোশী (৮৩), সুনীতা জোশী (৭২), ভালচন্দ্র জোশী (৭২) এবং সরলা সুরেশ গঙ্গার (৫২)।
আগুনে গুরুতর জখম হয়েছেন এক দমকল কর্মী ও বৃদ্ধ। আপাতত তাঁরা সুস্থ আছেন।ঠিক কী কারণে এত বড় অগ্নিকাণ্ড, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও বেশি ছড়ায় আগুন। বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও অকেজো হয়ে পড়েছিল বলে অভিযোগ।
বৃহস্পতিবারই মুম্বইয়ের আরওএকটি জায়গায় আগুন লাগে। দমকল সূত্রে খবর, ডোঙ্গরি জেল রোডের ভিন্ডি বাজার এলাকায় আগুন লাগে। তবে কোনও হতাহতের খবর নেই। গত সপ্তাহেই মুম্বইয়ের সরকারি হাসপাতালে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু হয়। তার এক সপ্তাহের মধ্যেই ফের বড়সড় অগ্নিকাণ্ড মুম্বইয়ে।
Be the first to comment