যখন ধোঁয়ায় দম আটকে আসে তখন কী করতে হয়?

Spread the love

যখন ধোঁয়ায় দম আটকে আসে তখন কী করতে হয়?

স্কুলে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ দেওয়ার সময় তাকে শিখিয়ে দিয়েছিলেন দিদিমণি। সেই শিক্ষা প্রয়োগ করে বুধবার অনেকের প্রাণ বাঁচাল ১০ বছরের মেয়েটি।
তার নাম জেন সদাব্রতে। মুম্বইয়ের পারেল অঞ্চলে ক্রিস্টাল টাওয়ার নামে এক বহুতলের বাসিন্দা। বুধবার সকালে সেই বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা যায়। দিশেহারা হয়ে পড়েন ওপরতলার লোকজন। ধোঁয়ায় সকলের দম আটকে আসতে থাকে। জেনের পাশের ফ্ল্যাটে একটি মেয়ের হাঁপানি ছিল। তার অবস্থা হয়ে পড়ে আরও খারাপ।
বিপদের মধ্যে জেনের মাথা ছিল ঠান্ডা। সে সবাইকে বলে, এখন লিফটে চড়ে নামতে যাবেন না।  তাতে ভীষণ বিপদ হতে পারে।

এরপরে সে একটি রুমাল ছিঁড়ে ফেলে। জলে ভিজিয়ে নাকের ওপরে বাঁধে । ধোঁয়ার মধ্যে নিঃশ্বাস নিতে গেলে ওই হল উপায় । ভিজে কাপড়ের মধ্যে দিয়ে আসার সময় হাওয়া পরিশুদ্ধ হয়। তখন নিঃশ্বাস নিতে অসুবিধা হয় না।

ভিজে রুমাল দিয়ে জেন পাশের ফ্ল্যাটের হাঁপানি রোগী মেয়েটিকে বাঁচায়। তাকে দেখে সকলেই নাকে ভিজে কাপড় বেঁধে নেয়।  দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলার পরে ওপরের ফ্ল্যাটের লোকজনকে বলে, আপনারা নেমে আসুন। কিন্তু জেন ফোন করে তাঁদের বলে, এভাবে সবাইকে নামতে বলবেন না। একসঙ্গে সবাই নামতে গেলে অনেকের শ্বাসকষ্ট হতে পারে।

ক্রিস্টাল টাওয়ারে ১০০ জন বাস করতেন। এদিনের আগুনে মারা গিয়েছেন চারজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*