বিধ্বংসী দাবানলের সাক্ষী হলো মুম্বই

Spread the love
ভয়াবহ অগ্নিকাণ্ড মুম্বইতে। সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে গোরেগাঁওয়ের আরে কলোনিতে। উত্তর-পশ্চিম মুম্বইয়ের এই এলাকায় রয়েছে বিশাল ঘন জঙ্গল। বাস করেন নানান উপজাতির মানুষ। সঙ্গে রয়েছে বন্যপ্রাণীদের সমাহার।
অনুমান, জঙ্গলের শুকনো ডালপালা, পাতা, গাছ থেকেই এই আগুন লাগে, যা আকার নেয় বিধ্বংসী দাবানলে। প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। অনেক দূর থেকেই দেখা যেতে থাকে দাউদাউ করে জ্বলছে আরে ফরেস্ট। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। যায় বিপর্যয় মোকাবিলাকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমিশিম খেতে হয়েছে দমকলবাহিনীকে। দমকল কর্মীরা জানিয়েছেন, আশাপাশে প্রচুর শুকনো ডাল-পাতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।
জেনারেল অরুণ কুমার বিদ্যা মার্গের কাছে একটি আইটি পার্কের সামনের খোলা জায়গায় প্রথম আগুন লাগে। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে যেতে থাকে আরে ফরেস্টের দিকে। পুলিশ জানিয়েছে, প্রায় ১৬ বর্গ কিলোমিটারের এই জায়গায় রয়েছে ১২টি গ্রাম। দমকলকর্মীরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে কিছুতেই আগুন নিয়ন্ত্রনে আনতে পারছিলেন না তাঁরা। ঘন জঙ্গল থাকার ফলে কিছুতেই দমকলের গাড়ি ভিতরে ঢুকতে পারছিল না বলে জানিয়েছেন তাঁরা। এর মধ্যেই তীব্র বেগে হাওয়া চলতে থাকার ফলে ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন। জঙ্গলের পর আগুন ছড়িয়ে পড়তে থাকে ওই অঞ্চলের আবাসিক এলাকাতেও। দমকলকর্মীরা জানিয়েছেন, সেই সময় তাজা সবুজ গাছের ডালপালা, পাতা এগুলো দিয়েই আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিলেন তাঁরা।
তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত ওই অঞ্চলের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে বিপর্যয় মোকাবিলাকারী দল। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার প্রাকৃতিক সম্পদে। পুড়ে ছারখার হয়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। অনুমান করা হচ্ছে, হয়তো মৃত্যু হয়েছে অসংখ্য বন্যপ্রাণেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*