মৈনাক সাউ,
গত ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা তাই ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার মানতে হলো সানরাইজার্স হায়দ্রাবাদকে। শনিবার প্রথমে ব্যাট করে শেষ বেলায় মুম্বইকে ১৩৬ রানে পৌঁছে দিয়েছিলেন পোলার্ড। ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত থাকলেন তিনি। না হলে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ এদিনও চূড়ান্ত ব্যর্থ। কিন্তু দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ব্যর্থ হতেই শেষ হয়ে গেল হায়দ্রাবাদের সব খেলা। ১৭.৪ ওভারে ৯৬ রান করে শেষ হয়ে গেল সানরাইজার্সদের ইনিংস। ৪০ রানে হারতে হলো হায়দ্রাবাদকে।
এদিন টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলো হায়দ্রাবাদ। শুরুটা ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ১৪ বলে ১১ রান করে ফিরে যান রোহিত শর্মা। পাঁচ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের রান তখন ২৮-২। ব্যাট করছিলেন কুইন্টন ডি’কক ও ইশান কিষান। কিন্তু বেশিক্ষণ খেলতে পারলেন না ডি’কক। ১০ ওভারেই ৫২ রানে তিন উইকেট চলে গিয়েছিল মুম্বইয়ের। ১৭ রান করে রান আউট হয়ে যান ইশান কিষান। ১০০ রানের গণ্ডি পেরনোর আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে মুম্বই। ১৫ ওভার মুম্বইয়ের রান গিয়ে দাঁড়ায় ৫ উইকেটের বিনিময়ে ৭৫। তবে শেষ ভরসা ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি এদিনও কিছুই করতে পারলেন না। দিনটি আসলে মুম্বইয়ের ব্যাটসম্যানদের ছিল না। ১৪ বলে ১৪ রান করলেন হার্দিক পাণ্ডিয়া। ১৭ ওভারের শেষে মুম্বই করে ৯২-৬। ১৯তম ওভারে সিদ্ধার্থ কলকে পর পর ওভার বাউন্ডারি মেরে দলের রানকে কিছুটা গতি দেন পোলার্ড। সিদ্ধার্থ কলের শেষ ওভারে ২০ রান আসে মুম্বইয়ের। ২৬ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন পোলার্ড। ২০ ওভারে ১৩৬-৭-এ শেষ হয় মুম্বইয়ের ইনিংস।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ১৫ রানে ওয়ার্নার ও ১৬ রানে বেয়ারস্টো আউট হয়ে যান। পাঁচ ওভার শেষে হায়দ্রাবাদ ২ উইকেটের বিনিময়ে করে ৩৩। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫ রানে আউট হয়ে যান বিজয় শঙ্করও। মণীশ পাণ্ডে ফিরলেন ১৫ রানে। ১০ ওভারে হায়দ্রাবাদের রান ৫৯-৩। ১৭.৪ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। ৪০ রানে হারের মুখ দেখতে হল হায়দ্রাবাদকে।
Be the first to comment