চিকিৎসকদের প্রতিবাদের জেরে অচলাবস্থা মুম্বইয়ের জেজে হাসপাতালে

Spread the love

চতুর্থ দিনেও ডাক্তারদের প্রতিবাদ ও বিক্ষোভের জেরে চরম অচলাবস্থা মুম্বইয়ের জেজে হাসপাতালে। রোগীরা এলেও ঠিকমতো পাচ্ছেন না পরিষেবা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসদের মারধর এবং তার জেরেই প্রতিবাদ অবরোধ চিকিৎসকদের৷ হাসপাতালে সৃষ্টি হয়েছে উত্তেজনাও ৷ নিরাপত্তা না পেলে তারা যে কোনভাবেই পরিষেবা দিতে পারবে না, তা স্পষ্টই জানিয়েছেন ডাক্তারবাবুরা ৷ ঘটনার সূত্রপাত শনিবার ৷ গল ব্লাডারের সমস্যা নিয়ে জেজে হাসপাতালে ভর্তি হন বছর ৪৫-শের জায়েদা শেখ ৷ প্রথমদিকে চিকিৎসায় সাড়া দিলেও, রাতের দিকে তার মৃত্যু হয় ৷ আর তাতেই গণ্ডগোল বাঁধে ৷ হাসপাতালের উদাসীনতা ও সঠিকভাবে চিকিৎসা না হওয়ার অভিযোগ করতে থাকেন রোগীর পরিবার ৷ মারধর করা হয় দায়িত্বে থাকা চিকিৎসকদের৷

সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে সেই মারধরের ছবি ৷ এতেই রেগে গিয়েছেন চিকিৎসকরা ৷ তাদের বক্তব্য এভাবে মারধরের ঘটনা ঘটায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন ৷ এইভাবে চিকিৎসা চলতে পারে না বলে মত হাসপাতালের চিকিৎসকদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*