মৈনাক সাউ,
আইপিএল টেবিলে পাঁচ নম্বরে এসে দাঁড়াল কলকাতা। কলকাতাকে এই ম্যাচ অবশ্যই জিততে হত কিন্তু সেই লক্ষ্যে প্রথমে ব্যাট করে বড় রান করতে পারল না কলকাতা। যার ফলে মুম্বাই এর কাছে হারের মুখ দেখতে হল কলকাতাকে। পাঞ্জাবকে হারিয়ে কলকাতা ফিরে এসেছিল প্লে-অফের দৌড়ে। প্লে-অফে যেতে এই ম্যাচ জিততেই হতো কলকাতাকে। মুম্বইয়ের কাছে হেরে আইপিএল প্লে-অফের আশা শেষ হয়ে গেল কলকাতার। শেষ দল হিসেবে প্লে-অফে চলে গেল হায়দ্রাবাদ।
হায়দ্রাবাদও শনিবার ব্যাঙ্গালোরের কাছে হেরে যাওয়ায় প্লে -অফে যাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল।অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ানস।
রবিবার টস জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে কলকাতা সাত উইকেটে ১৩৩ রান তোলে। ওপেনার শুবমান গিল ৯ রান করে আউট হয়ে যান। কিন্তু আর এক ওপেনার ক্রিস লিন ও রবিন উথাপ্পা কলকাতার ব্যাটিংয়ের হাল ধরেন। ক্রিস লিন ৪১ ও রবিন উথাপ্পা ৪০ রান করে দিলেও পরে এসে আর কেউ তেমন ভালো খেলতে পারেননি।
দীনেশ কার্তিক ৩, আন্দ্রে রাসেল ০, নীতিশ রানা ২৬, রিঙ্কু সিং ৪ রান করে আউট হয়োন। মুম্বইয়ের হয়ে তিন উইকেট নেন মালিঙ্গা। দুটো করে উইকেট নেন যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্যে।
মুম্বাই এক উইকেট হারিয়ে ১৬.১ ওভারেই করে ফেলে অধিকাংশ রান। ওপেনার কুইন্টন ডে কক ৩০ রান করে আউট হওয়ার পর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব বাকি রানটি করে দেন। ৪৮ বলে ৫৫ রান করে নট আউট থাকেন রোহিত শর্মা। সূর্যকুমার ২৭ বলে ৪৬ রান করেন।
Be the first to comment