এই প্রথম বোমা নিষ্ক্রিয়কারী রোবট ব্যবহার করতে চলেছে মুম্বই পুলিশ; পড়ুন!

Spread the love

দেশে এই প্রথম বোমা নিষ্ক্রিয়কারী রোবট পেল মুম্বই পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে প্রাণহানির সম্ভাবনার প্রচুর উদাহরণও রয়েছে। সেই প্রাণহানি আটকাতেই এবার ব্যবহার করা হবে রোবট। ২৬/১১ মুম্বই হামলার ঘটনা পর পুলিশের আধুনিকীকরণ নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেয় মুম্বই পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয়কারী রোবটের পরিকল্পনা তখন থেকেই শুরু হয়।

সূত্রের খবর, রোবটটি তৈরি করেছে এসডিএস বা সিকিউরিটি ডিফেন্স সিস্টেম। মোট খরচ পড়েছে ৮৪ লক্ষ টাকা। মোট ৩টি রোবট তৈরি করা হয়েছে। এবছর এপ্রিল থেকেই পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু করে। এবার সরাসরি মুম্বই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও জানা গেছে, রোবটটিকে এক কিলমোটার দূর থেকেও রিমোটের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়। কয়েকটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা লাগানো রয়েছে, যার মাধ্যমে ৩৬০ ডিগ্রির দৃশ্যই ধরা পড়বে। শুধু তাই নয়, থাকছে এক্সরে ব্যবস্থাও। ফলে কোনও ব্যাগ বা অন্যকিছুর মধ্যে বিস্ফোরক ভর্তি থাকলেও সনাক্ত করা সম্ভব হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*