মুম্বইয়ের আন্ধেরিতে মঙ্গলবার সকালে রেললাইনের ওপর ভেঙে পড়ল ফুট ওভারব্রিজের একটি অংশ। কোনও হতাহতের খবর নেই। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। এই ফুটব্রিজটি আন্ধেরি পূর্বের সঙ্গে আন্ধেরি পশ্চিমের মধ্যে রয়েছে। এটি গোখলে ব্রিজের অংশ। কেউ ভিতরে আটকে রয়েছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরা রয়েছেন সেখানে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রতিদিন এই লাইনে অন্তত ২৫ লাখ যাত্রী চলাচল করে। আড়াই ঘণ্টা পরে চার্চ গেট থেকে বান্দ্রা এবং গোরেগাঁও থেকে বিরার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়।সোমবার রাত থেকেই গোটা মুম্বইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। বহু রাস্তা জলের তলায়। সর্বত্র যানজট। তবে বিমান চলাচল সময়মতোই।
Be the first to comment