সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। শহরের বিভিন্ন রাস্তা জলে ডুবে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকেই ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে মায়ানগরীতে। প্রবল বৃষ্টির জেরে ট্রেন ও বাস পরিষেবা ব্যাহত হয়েছে। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে। আর সেদিকে তাকিয়েই শহরের বিভিন্ন এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।
গত কয়েকদিন থেকেই প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বইয়ের বিভিন্ন এলাকা। বিশেষ করে কান্দিবলী, ঠাকুর ভিলেজ, আন্ধেরি, আনন্দনগর-সহ বেশ কয়েকটি জায়গাতে জলের নীচে চলে গিয়েছে রাস্তায়। মালাড সাবওয়ে এবং আন্ধেরি সাবওয়েতে জল ঢুকে বিধ্বস্ত অবস্থা। আরও বৃষ্টি হলে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা।
মুম্বইয়ের জলমগ্ন পরিস্থিতির উপর নজর রাখছে নবনির্মিত শিন্ডে এবং ফড়ণবীশের সরকার। মুম্বইবাসীকে সাবধান করে সোশাল মিডিয়ায় আপডেট দেওয়া হচ্ছে প্রতিমুহূর্তে। সিএমও দফতর সূত্রের থবর, জলমগ্ন মুম্বই পরিস্থিতিতে মঙ্গলবার বৈঠকে বসবেন নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং মুখ্যসচিব মনুকুমার শ্রীবাস্তব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দেওয়া হবে ওই বৈঠকে।
মৌসম ভবন জানাচ্ছে, আগামী পাঁচ দিন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কান্দিভলি, আন্ধেরি, মালাডে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেকথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
Be the first to comment