স্টান্ট দেখাতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মুম্বইয়ের এক যুবক; পড়ুন!

Spread the love
এক বহুতলের ছাদ থেকে অন্য বহুতলের ছাদে লাফিয়ে পড়ছেন হিরো। কিংবা চলন্ত গাড়ি থেকে ঝাঁপ মারছেন। হাততালি আর সিটি বেজেই চলেছে সিনেমা হলে। আর নিজের পছন্দের হিরোকে এইসব ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখে ভক্তরাও ভাবছে, সে যদি এসব করতে পারত।
মোটেও অতটা সহজ নয় ব্যাপারটা। এই সব স্টান্ট সাধারণত করে থাকেন স্টান্টম্যানরা। অবশ্য আজকাল হলিউড, বলিউড, কলিউড তো বটেই, এমনকী টলিউডেও অনেক হিরোরা নিজেদের স্টান্ট নিজেরা করেন। তবে সবকিছুই হয়ে থাকে প্রশিক্ষিত ট্রেনারের তত্ত্বাবধানে। এই স্টান্ট করতে গিয়ে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তার সবরকম ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। উঁচু বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ার সিনে যেমন হিরোর পিঠে, কোমরে থাকে দড়ি বাঁধা। কিন্তু বাস্তবে?
এইসব স্টান্ট দেখে অনেকেই নিজেরা তা করতে গিয়ে বিপদ ডেকে আনেন। যেমনটা সম্প্রতি ঘটেছে মুম্বইয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটা ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি বহুতলের ছাদ থেকে অন্য একটি বহুতলের ছাদে লাফ দিচ্ছেন। তা আবার যেমন তেমন লাফ নয়, পুরো সামারসল্টের কায়দায়। তবে লাফ দেওয়ার পরেই ঘটল বিপত্তি। কার্নিশে লাফ মারার পর ছাদের উপর ল্যান্ডিংয়ের সময় নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারলেন না যুবক। স্লিপ করে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন আরেক যুবক। ঘটনাটি মুম্বইয়ের পারেল এলাকায় প্রভাদেবী রেল স্টেশনের কাছে।
আর এই ভিডিও দেখেই চমকে উঠছেন সবাই। তরুণ প্রজন্মের অনেকেই যেমন তাঁর এই ডেয়ারডেভিল স্টান্টের প্রশংসা করেছেন, তেমনই অনেকে এক বোকামো ছাড়া কিছু মানতে রাজি নন। তাঁদের বক্তব্য, কোনও রকম সুরক্ষার বন্দোবস্ত ছাড়া বহুতলের উপর থেকে লাফ মারা পাগলের কাজ ছাড়া আর কিছুই নয়। আবার কেউ ভাগ্যের দোহাই দিচ্ছেন। তাঁদের বক্তব্য, ভাগ্যিস ওই যুবক ছাদের উপর পড়ার পর স্লিপ করেছিলেন। কার্নিশে পা রাখার সময় এরকম হলে কী হতো?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*