মুম্বইয়ের দুর্ঘটনাগ্রস্ত বিমানটির উড়ানের অনুমতি ছিল না বলে জানাল অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। দীর্ঘদিন ধরেই মেরামতির কাজ চলছিল। পরীক্ষামূলকভাবেই সেটি ওড়ানো হয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘাটকোপারের এক নির্মীয়মান বহুতলের পাশে ভেঙে পড়ে বিমানটি। মারা যান পাইলট ক্যাপ্টেন প্রদীপ রাজপুত, সহকারী পাইলট মারিয়া, ইঞ্জিনিয়ার সুরভি এবং এক টেকনিশিয়ান সহ নির্মাণকর্মী। ‘বিচক্র্যাফ্ট কিং এয়ার সি ৯০’ বিমানটি শেষ উড়েছিল ১০ বছর আগে। সেই সময় বিমানটি উত্তরপ্রদেশ সরকারের মালিকানাধীন ছিল। ২০১৪ সালে বিমানটি উত্তরপ্রদেশ সরকারের থেকে হাতবদল হয়ে যায় মেসার্স ইউওয়াই অ্যাভিয়েশন সংস্থার কাছে। এদিকে দুর্ঘটনার জন্য ইউওয়াই অ্যাভিয়েশন সংস্থাকেই দায়ি করছেন সহকারী পাইলট মারিয়ার স্বামী পি কুঠারিয়া। খারাপ আবহাওয়ায় বিমান ওড়াতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
Be the first to comment