হাইকোর্টের নির্দেশে কাটতে চলেছে জট, বছরের শেষে হতে পারে ১৭ পুরসভার নির্বাচন

Spread the love

বছরের শেষদিকে হতে পারে ১৭ পুরসভার নির্বাচন। একইসঙ্গে ভোট হবে কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডেরও। হাইকোর্টের নির্দেশে জট কাটতে চলেছে। দিনক্ষণ জানা যাবে ১৭ আগস্টের মধ্যেই। অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে রাজ‍্যের ১৭টি পুরসভার। সেগুলি হল কোচবিহারের মেখলিগঞ্জ,হলদিবাড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরের ডালখোলা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, মুর্শিদাবাদের বহরমপুর, নদিয়ার চাকদা, কৃষ্ণনগর, উত্তর ২৪ পরগনার পানিহাটি, হাবরা, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, মেদিনীপুর পুরসভা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের বর্ধমান এবং গুসকরা, বীরভূমের দুবরাজপুর এবং হাওড়া পুরসভার।

রাজ্য নির্বাচন কমিশনের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনও উত্তর পায়নি। ২০১৬ সালে ডিসেম্বরে কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শৈলেন্দ্র দাসের মৃত্যু হয়। সেখানে আর কোনও নির্বাচন হয়নি। গতবছরের প্রথম দিকে ওই এলাকার বাসিন্দা দীপক কাঞ্জি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ অগাস্ট মাসে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, অবিলম্বে নির্বাচন করার। কিন্তু নির্বাচন কমিশন সেই নির্দেশ না মানায় ২০১৭ সালে সেপ্টম্বর মাসে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন দীপকবাবু। আদালত ১৭ আগস্টের মধ্যে ১১৭ নম্বর ওয়ার্ডের নির্বাচন কবে হবে তা জানাতে বলেছে। সূত্রের খবর, রাজ্য চাইছে একইদিনে সব পুরসভার নির্বাচন করতে। উৎসবের মরশুম কেটে গেলেই হতে পারে নির্বাচন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*