রাজ্যের আট দফায় বিধানসভা ভোট শেষ। এবার কি রাজ্যের পুরসভা ভোট? কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ যে গতিতে ক্রমবর্ধমান তাতে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা মনে করছে এখনই পুরভোট করা সম্ভব নয়।
তবে ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই সিদ্ধান্ত প্রাথমিক ভাবে নিতে হবে রাজ্য সরকারকেই।
নবান্ন ও রাজ্য নির্বাচন কমিশনের কর্তাদের কথায়, কোভিড পরিস্থিতিতে ভোট করা নিয়ে সবার আগে মনে রাখতে হবে নির্বাচন কমিশনকে মাদ্রাজ হাইকোর্টের ভৎর্সনার কথা। আদালত কোভিড পরিস্থিতিতে বিধানসভা ভোট করার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়া উচিত বলে মন্তব্য করতে ছাড়েনি। তারপর পুরভোট করার ঝুঁকি নেওয়া কোনওভাবেই সম্ভব নয়। গত বছর লকডাউনের আগেই রাজ্য নির্বাচন কমিশন পুরভোট করতে গিয়ে কোভিডের জন্যই স্থগিত রাখতে বাধ্য হয়েছিলেন। এজন্য পুরসভাগুলির আসন সংরক্ষণের কাজ সেরে রেখেছে কমিশন।
Be the first to comment