বিদ্যুতের খরচ কমাতে নগরোন্নয়ন এবং পুর দপ্তর পুরসভাগুলিতে ইন্টেলিজেন্ট লাইটিং সিস্টেম বসাবে। গ্রীন সিটি মিশনের অধীনে এই ইন্টেলিজেন্ট লাইটিং সিস্টেম তিন বছর আগেই চালু হয়েছে। চিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের ফলে বাতাসে কার্বনের মাত্রা বাড়ায়। বিদ্যুতের চাহিদা কমলে দপ্তরের বিদ্যুৎ বাবদ খরচ প্রায় ৩০ শতাংশ কমবে।
প্রসঙ্গত, বিদ্যুতের খরচ কমাতে রাজ্য সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে। ১২৫টি পুরসভার ৭ লক্ষ পথবাতির মধ্যে ৫ লক্ষ সাধারণ বাল্ব বদলে এলইডি বাল্ব লাগানো হয়েছে। ফলস্বরূপ, বিদ্যুতের খরচ ইতিমধ্যেই ৬০ শতাংশ কমেছে। বাকিগুলিও বদলে ফেলা হবে শীঘ্রই।ইন্টেলিজেন্ট লাইটিং সিস্টেমে এই খরচ আরও কমবে।
জানা গেছে এই পদ্ধতিতে আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করে এই বিদ্যুৎ সাশ্রয় করা হবে। দিনের বিভিন্ন সময়, যানবাহনের ভিড় এইসবের দিকে নজর রেখে আলো নিয়ন্ত্রণ করা হবে। যখন যানবাহনের ভিড় খুব বেশী থাকবে বা, পথচারীদের ভিড় থাকবে, তখন বাতির উজ্জ্বলতা ১০০ শতাংশ হবে, যানবাহন বা পথচারীর ভিড় যত কমবে আলোর উজ্জ্বলতাও কমবে।
Be the first to comment