
রোজদিন ডেস্ক, কলকাতা:- সরস্বতী পুজোর দিন সকালে বানতলায় লেদার কমপ্লেক্সের পাইপলাইন পরিস্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন শ্রমিকের। ঘটনার পর একটাই প্রশ্ন এখন উঠছে যে যথাযথ সুরক্ষা দিয়ে শ্রমিকদের ম্যানহোলে নামানো হয়েছিল কিনা। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে তাঁদের মুখে অক্সিজেন মাস্ক লাগানোই ছিল।
ফলে এই ঘটনা কীভাবে ঘটল সেটাই এখন বড় প্রশ্ন। অন্যদিকে ঘটনাটি সামনে আসার পর তড়িঘড়ি ওই এলাকায় চলে যান কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি ইতিমধ্যেই মৃতদের পরিবারের উদ্দেশ্যে ১০ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
যদিও এই এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত নয়, এটা কেএমডিএ-এর এলাকা। ফলে এখানে এই পাইপলাইন পরিস্কার করাতে কারা শ্রমিক নিয়োগ করে সেটাই এখন বড় প্রশ্ন।
Be the first to comment