পৌরভোট করাতে রাজ্য কমিশনকে বাড়তি ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন

Spread the love

পৌরভোট করাতে এবার রাজ্য নির্বাচন কমিশনকে বাড়তি ইভিএম দেবে জাতীয় নির্বাচন কমিশন। প্রায় ১৫ হাজার এম-২ মডেলের ইভিএম সরবরাহ করা হবে রাজ্যকে। জানুয়ারির মধ্যেই বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে নিশ্চিত করে জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে । আগেই বাড়তি ইভিএমের আবেদন জানানো হয়েছিল । এবার আবারও জাতীয় কমিশনের কাছে বাড়তি ইভিএম চেয়ে আবেদন জানিয়েছে রাজ্য কমিশন ।

বর্তমানে রাজ্য কমিশনের কাছে প্রায় ২০ হাজার ৫০০টি ইভিএম রয়েছে। এই মোট সংখ্যার মধ্যে একাধিক মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে স্ট্রংরুমে। বর্তমানে ঠিকঠাক কাজ করছে ১৫ হাজার ৬৮৭টি মেশিন। এর মধ্যে কলকাতা পৌরসভা ও বাকি চার পৌরনিগম বাদ দিলে মোট ৫ হাজার ৬৭টি ভোটিং মেশিন রয়েছে রাজ্য নির্বাচন কমিশনের হাতে।

এই অবস্থায় বাকি পড়ে থাকা ইভিএম দিয়ে বাকি ১০৮টি পৌরসভার নির্বাচন করানো সম্ভব নয়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বিহার থেকেও প্রায় ১২ হাজার ইভিএম নিয়ে আসা হতে পারে। তবে এই বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*