তৃণমূল কংগ্রেসের পাখির চোখ কলকাতা পৌরনিগম ভোট। পৌরনিগম ভোটে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তৃণমূল। তাই জনসংযোগের উপর এখন থেকে জোর দিচ্ছে তারা। ইতিমধ্যেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন কাউন্সিলররা। পৌর পরিষেবা নিয়ে কোনওরকম অভিযোগ থাকলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানোর জন্য আবেদন জানাচ্ছেন তাঁরা।
কলকাতা পৌরনিগম ভোটে নিজেদের জয় নিশ্চিত করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। শনিবার এই মর্মে পৌরমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম কালীঘাটের জয়হিন্দ ভবনে একটি বৈঠকও করেন। কাউন্সিলরদের জনসংযোগ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। আর সেই নির্দেশই বাস্তবে কার্যকর করতে শুরু করে দিয়েছেন কাউন্সিলররা। সেই ছবি ধরা পড়ল কলকাতার ৭২ নম্বর ওয়ার্ডে।
কলকাতা পৌরনিগমের ৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বক্সি। মঙ্গলবার ওই ওয়ার্ডের রাখাল মুখার্জি রোডের বাড়িতে বাড়িতে যান তিনি। এলাকার মানুষদের সমস্যা নিয়ে কথা বলেন। তারপর ‘দিদিকে বলো’-র একটি কার্ড হাতে দিয়ে দেন। এলাকাবাসীকে তিনি জানান, ‘দিদিকে বলো’-র ওই কার্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। কাউন্সিলরের সম্পর্কে কোনও অভিযোগ থাকলে সরাসারি দিদিকে জানানোর আবেদন জানান। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে তৃণমূল কাউন্সিলরদের এই কর্মসূচি চলবে বলে খবর।
Be the first to comment