কুখ্যাত গ্যাংস্টার মুন্না বজরঙ্গিকে সোমবার সকালে উত্তরপ্রদেশের বাগপতের জেলের মধ্যেই গুলি করে মারা হয়েছে। তার বিরুদ্ধে ৪০টি খুন ও তোলাবাজির মামলা রয়েছে। তার মাথার দাম ৭ লাখ টাকা। ২০১২ সালে জেলের ভিতর থেকেই মুন্না মাদিয়াহু কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিল আপনা দল ও পিস পার্টির প্রার্থী হয়ে। সে তৃতীয় হয়েছিল, ভোট পেয়েছিল ১২ %। এদিনই তাকে বাগপতের আদালতে তোলার কথা ছিল। রবিবার তাকে ঝাঁসি থেকে বাগপতে আনা হয়েছে। মুন্নার আসল নাম প্রেম প্রকাশ। বিজেপি নেতা কৃষ্ণানন্দ রাইয়ের হত্যায় অভিযুক্ত সে। কিছুদিন আগে মুন্নার স্ত্রী সীমা সিং সাংবাদিক বৈঠক ডেকে অভিযোগ করেছিলেন, তাকে জেলের মধ্যে মেরে ফেলার চক্রান্ত করছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। তাদের ইনস্পেকটর ঝাঁসি জেলের মধ্যে ষড়যন্ত্র করতে গিয়েছিলেন। তারা ক্রমাগত বজরঙ্গির স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর করছিল। এ কথা সীমা আদালতকেও জানিয়েছেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। পদস্থ পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গিয়েছেন। জানা গিয়েছে, জেলেরই এক বন্দি তাকে গুলি করে। প্রশ্ন উঠেছে, জেলের মধ্যে পিস্তল গেল কী করে? ২০০৯ সালে মুন্না মুম্বইয়ে গ্রেফতার হয়। বাগপতে একটি তোলাবাজির মামলায় তাকে আনা হয়েছিল।
Be the first to comment