জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷ তাকে জেরা করে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে ১০ অক্টোবর দু’জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
গতকাল বিকেলে লালবাগের SDPO বরুণ বৈদ্যের নেতৃত্বে সিউড়ির একটি হোটেল থেকে আটক করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত শৌভিককে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক ওরফে দীপের সঙ্গে নিহত বিউটি পালের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শৌভিককে। শৌভিককে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়েছে। তবে, লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি।
উল্লেখ্য, জেলা পুলিশের পাশাপাশি জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক খুনের ঘটনার তদন্তে নেমেছে CID। CID-র বিশেষ তদন্তকারী দল আজ ঘটনাস্থানে গেছে। ভবানীভবন সূত্রে এই খবর পাওয়া গেছে। CID-র তদন্তকারীরা আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি যে ব্যক্তিরা খুনের পর আততায়ীদের বাড়ির পিছন দিয়ে পালাতে দেখেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারী দল। উল্লেখ্য, গতরাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্তে CID-র সহযোগিতা চায়। তার আগেই নিহতদের পরিবারের তরফে CID তদন্তের দাবি উঠেছিল। পুলিশের আশা দ্রুত ঘটনার কিনারা হবে।
Be the first to comment