উত্তরপাড়ায় ব্যবসায়ীকে খুনের দায়ে মূল দোষীকে ফাঁসির সাজা দিল শ্রীরামপুর আদালত । বাকি দুই দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক । ৫০ জন সাক্ষীর সাক্ষ্যে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৪, ১২০ বি ধারায় সাজা ঘোষণা হয় ।
ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরে ২০০৮ সালে শৈলেন্দ্রনাথ শর্মাকে নৃশংসভাবে খুন করে তপন বাগ । পরে শৈলেন্দ্রর দেহ সেফটি ট্যাঙ্কে ঢুকিয়ে রেখে দেয় । ঘটনায় নাম জড়ায় আরও দু’জনের । তদন্ত শুরু করে উত্তরপাড়া থানার পুলিশ । পরে তদন্তের ভার নেয় CID । আজ শ্রীরামপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারক মহানন্দ দাস এই সাজা ঘোষণা করেন ।
২০০৮ সালের এপ্রিল । উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করে শৈলেন্দ্রর পরিবার । পুলিশ তদন্তে নেমে বেশ কিছুদিন পর তপনের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে টুকরো মৃতদেহ বস্তাবন্দী অবস্থায় পায় । তপনকে আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যায় টাকা নিয়ে সমস্যা থাকায় শৈলেন্দ্রকে খুন করে তপন । সহযোগিতা করে তপনের বাবা-মাও । উত্তরপাড়া থানা ও CID-র যৌথ উদ্যোগে প্রথমে তপনকে গ্রেপ্তার করা হয় । পরে তার বাবা-মা’কেও । জানা যায়, শৈলেন্দ্রর লোহার নাট বোল্টের কারখানা ছিল । যার কর্মী ছিল তপন । আর ওই কারখানা হাত করার জন্যই এই খুন । খুনের পর তথ্য ও প্রমাণ লোপাট করে অপরাধীরা । আর সেই ঘটনায়ই প্রায় ১১ বছর পর শ্রীরামপুর আদালত আজ সাজা ঘোষণা করে ।
এই মামলার সরকারি আইনজীবী মহম্মদ মুসা পুরো বিষয়টি বিশ্লেষণ করে বলেন, খুনটি খুবই নৃশংস ছিল । ফলে বিচারক আজ এই সাজা দিয়েছেন ।
Be the first to comment