শনিবার সকালে ভয়াবহ হত্যাকাণ্ড খাস কলকাতায়। কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় গুলি করে খুন করা হল বছর ২০-র এক কলেজ ছাত্রীকে। মেয়েটির প্রাক্তন বয়ফ্রেন্ড তাঁকে গুলি করে খুন করে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে ওই মেয়েটি উইমেন ক্রিশ্চিয়ান কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। অভিযুক্ত তরুণ জয়ন্ত হালদারের সঙ্গে তাঁর কয়েক বছরের সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে ফাটল দেখা যায়। তাই নিয়ে অশান্তির সূত্রপাত। সম্পর্কে ফিরে আসতে জয়ন্ত মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেছিল বলে জানা গিয়েছে। তবে তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হয়নি।
এরপরই শনিবার সকালে রিজেন্ট পার্ক এলাকায় মেয়েটিকে গুলি করে খুন করে জয়ন্ত। জানা গিয়েছে সকালে সেই সময় নিজের বাড়িতে নিজের ঘরে ঘুমিয়েছিলেন ওই তরুণী। ঘরের জানালা খোলা ছিল। রাস্তায় দাঁড়িয়ে জানালার ভেতর দিয়ে হাত গলিয়ে বন্ধুক চালিয়ে তাঁকে খুন করা হয়। খুন করার পরই গা ঢাকা দিয়েছে সে। এই ঘটনায় জয়ন্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বিশেষজ্ঞরা বলছনে লকডাউনের পর থেকেই গোটা দেশে বেড়েছে অপরাধ প্রবণতা। লকডাউনের কারণে মানুষের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে, বেড়েছে ভবিষ্যত্ নিয়ে অজানা আতঙ্ক। এই অনিশ্চয়তা ও আতঙ্কের কারণে মনোরোগের বাড়বাড়ন্ত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তারই প্রভাব পড়ছে অপরাধ বৃদ্ধির হারে। অপরাধ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে অবসাদও। সেই কারণে সম্প্রতি আত্মহত্যার প্রবণতাও অনেকটা বৃদ্ধি পেয়েছে। দিন কয়েক আগে দেশে এক দিনে সাত জনের আত্মহত্যার খবর প্রকাশ্যে আসে।
বিশেষ করে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা দেশকে। গত রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে বলিউডের নেপোটিজমের দিকে আঙুল তুলেছেন অনেকেই।
Be the first to comment