ওপেনার মুরলী বিজয়কে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রথম দুটি টেস্ট ম্যাচের টিমে ফেরানো হল৷ সিরিজে ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন , রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব৷ টেস্ট সিরিজের টিমে নেই ওয়ান ডে ও টি -টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মা৷ অজিঙ্ক রাহানের নাম টেস্ট সিরিজে ভারতের সহ -অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছে ৷ চার পেসার হিসেবে টেস্ট সিরিজে থাকছেন মহম্মদ সামি , উমেশ যাদব , ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মা৷ পঞ্চম পেসার হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া৷ প্রত্যাশা মতোই একমাত্র কিপার হিসেবে আছেন ঋদ্ধিমান সাহা৷ ভারতের হয়ে বিজয় শেষ টেস্ট খেলেছেন গত মার্চে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ শ্রীলঙ্কা সফরে কব্জির চোটের জন্য তিনি একটি টেস্টেও খেলতে পারেননি৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ইডেনে , ১৬ নভেম্বর৷ বাকি দুটি টেস্ট নাগপুর ও নয়াদিল্লিতে , যথাক্রমে ২৪ নভেম্বর ও ২ ডিসেম্বর থেকে৷
ভারতের টেস্ট টিম : বিরাট কোহলি (অধিনায়ক ), অজিঙ্ক রাহানে (সহ -অধিনায়ক ), কুলদীপ যাদব , রবিচন্দ্রন অশ্বিন , রবীন্দ্র জাডেজা , ভুবনেশ্বর কুমার , মহম্মদ সামি , চেতেশ্বর পূজারা , লোকেশ রাহুল , ঋদ্ধিমান সাহা , ইশান্ত শর্মা, শিখর ধাওয়ান , উমেশ যাদব , মুরলী বিজয় ও হার্দিক পান্ডিয়া৷ ৷
Be the first to comment