মুর্শিদাবাদে আক্রান্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়

Spread the love

মুর্শিদাবাদে আক্রান্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়। বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত এই বিজেপি নেতা। গাড়ি ঘিরে ধরে চলল বিক্ষোভ। শুধু তাই নয়, বিজয়বর্গীয়কে কালো পতাকাও দেখানো হয়েছে বলে অভিযোগ। কৈলাশ বিজয়বর্গীয়র উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতেও শোনা যায় বিক্ষোভকারীদের। বিক্ষোভের মধ্য়ে গাড়ি থেকে রাস্তায় নেমে আসতেও দেখা যায় বিজয়বর্গীয়কে। পরে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে দেন।

জানা গিয়েছে, আজ বুধবার মুর্শিদাবাদের জঙ্গিপুরে যাচ্ছিলেন কৈলাশ। দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। পাশাপাশি সিএএ’র প্রতিবাদে প্রথম বিক্ষোভ দেখা যায় মুর্শিদাবাদে। একাধিক সরকারি সম্পত্তি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানে একাধিক বিজেপি অফিস পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সমস্ত জায়গাই এদিন ঘুরে দেখার কথা ছিল কৈলাশের। বিজেপির অভিযোগ, দলীয় কার্যালয়গুলিতে ব্যাপক হারে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। এই পরিস্থিতিতে এদিন বীরভূমের বোলপুর থেকে সড়কপথে মুর্শিদাবাদের জঙ্গিপুরের উদ্দেশে রওনা দেন বিজেয়বর্গীয়।

জানা গিয়েছে এদিন সকালেই জঙ্গিপুরে যাওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় সড়কে একাধিক জায়গায় যানজটের জেরে অন্য একটি রাস্তা দিয়ে নবগ্রামে পৌঁছন তিনি। আর নবগ্রামে পৌঁছনো মাত্রই বিক্ষোভের মুখে পড়েন কৈলাশ বিজয়বর্গীয়। তাঁর গাড়ি আটকে শুরু হয় স্লোগানিং, বিক্ষোভ। কালো পতাকা দেখানো হয় তাঁকে। এরপরেই আরও একটি রাস্তা দিয়ে পাঁচগ্রামের দিকে রওনা দেয় তাঁর কনভয়। কিন্তু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

বিজয়বর্গীয় এই বিষয়ে তাঁর সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “নবগ্রামে আমার গাড়ির দুদিক থেকে ভিড় ঘিরে ফেলেছে। প্রশাসন চুপ করে রয়েছে। এসপি ও ডিজি ফোন তুলছেন না। পশ্চিমবঙ্গে এই অরাজক সরকারের আমলে যে কোনও কিছু হতে পারে। এখানে কেউ সুরক্ষিত নয়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*