ওয়াকফ বিলের বিরোধিতায় আবার উত্তপ্ত মুর্শিদাবাদ! এবার সুতিতে মিছিল থেকে পড়ল বোমা, চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জঙ্গিপুরের পর এবার মুর্শিদাবাদের সুতি। ওয়াকফ (সংশোধিত) আইনের বিরোধিতায় সংখ্যালঘুদের মিছিল ঘিরে শুক্রবার উত্তপ্ত হল সুতি থানার সাজুর মোড় এলাকা। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। বোমাবাজিরও অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পালটা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলেও খবর। এই মুহূর্তে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী।
সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় গত কয়েক দিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। সম্প্রতি ওয়াকফ আইনের বিরোধিতায় উতপ্ত হয়েছিল জঙ্গিপুর। আন্দোলনকারীদের হতে আক্রান্ত হয়েছিল পুলিশ। পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে সেখানে। শুক্রবারও একই ঘটনা ঘটল সুতি এবং শমসেরগঞ্জ এলাকায়। এদিন কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ বিক্ষোভে শামিল হয়। সুতির সাজুর মোড় এলাকা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অভিযোগ, সেই সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে বলে অভিযোগ। শুরু হয় ইটবৃষ্টি। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী ও পথ চলতি সাধারণ মানুষ।
নিমেষে রণক্ষেত্রের আকার নেয় সাজুর মোড় এলাকা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। এখনও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়। প্রয়োজনে পরিস্থিতি মোকাবিলায় তলব করা হতে পারে সেনাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*