ওয়াকফ বিলের প্রতিবাদে অশান্ত মুর্শিদাবাদ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের। ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জুড়ে বিশৃঙ্খলা! আর তা সামলাতে ব্যর্থ রাজ্য পুলিশ এই অভিযোগ এনে দ্রুত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।
এই নির্দেশের পর বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব কথা শোনেননি। বিচার ব্যবস্থা তা শুনেছে। আমি এই বিচার ব্যবস্থাকে প্রণাম করি। মুখ্যমন্ত্রী ও ডিজি রাজীব কুমারের গালে সজোরে থাপ্পড় মারল।”
বিচারপতি সৌমেনে সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশাল ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী, স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে একজোট হয়ে কাজ করবে। এদিন সওয়াল-জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী আদালতে জানান, রাজ্য পুলিশ মুর্শিদাবাদের পরিস্থিতি সামাল দিতে পারছে না। তারা ব্যর্থ। তখন রাজ্যের পক্ষে আইনজীবী অর্ক নাগ জানান, সেখানে সাত কোম্পানি বিএসএফ রয়েছে। কিন্তু শুভেন্দুর আইনজীবী পাল্টা অভিযোগ করেন, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিএসএফ-কে কাজ করতে দিচ্ছে না। রাজ্য সরকার আদালতে জানায়, ডিজিপি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
দু’তরফের সওয়াল-জবাবের পর বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অশান্ত মুর্শিদাবাদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ফেরাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়।।আদালত জানায়, মুর্শিদাবাদের পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। সেখানে শান্তি ও সম্প্রীতি ফেরানোই এখন মূল লক্ষ্য। এদিন আদালত আরও জানায়, শুধু মুর্শিদাবাদই নয়, রাজ্যের অন্য কোথাও এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটলে সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন জানাতে পারে রাজ্য সরকার।
প্রসঙ্গত, সংসদে ওয়াকফ বিল পাশ হওয়ার পর গত সপ্তাহেই তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ চলতে থাকে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নানা জায়গা ওয়াকফ আইনকে ঘিরে অশান্ত হয়ে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*