
রোজদিন ডেস্ক, কলকাতা:-মুর্শিদাবাদে অশান্তির জের! সরিয়ে দেওয়া হল সুতি ও সামশেরগঞ্জ থানার ওসিকে। বদলে দুই আইসিকে সেই দায়িত্ব দেওয়া হল। সূত্র মারফত খবর, অপসারিত দুই পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই আইসিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন সামশেরগঞ্জ থানার ওসির পদে ছিলেন শিবপ্রসাদ ঘোষ। তাঁর বদলে আইসি হিসাবে নিয়ে আসা হল সুব্রত ঘোষকে। তিনি এতদিন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে সুতি থানার দায়িত্বে ছিলেন বিজন রায়। তাঁর জায়গায় ইন্সপেক্টর ইনচার্জ হিসাবে নিয়ে আসা হয়েছে সুপ্রিয়রঞ্জন মাঝিকে। তিনি পূর্ব বর্ধমানের সদর ট্রাফিকগার্ডে কর্মরত ছিলেন। এদিকে, সুব্রতবাবুকে সামশেরগঞ্জে নিয়ে আসায় তাঁর জায়গায় ভূপতিনগরের সার্কেল ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন গোস্বামীকে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের ওই সমস্ত এলাকায় অশান্তির জেরে তাঁদেরকে সরানো হল। এদিকে মুর্শিদাবাদের হিংসার ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছিল। বার বার আক্রান্তরা অভিযোগ করেছিলেন পুলিশ একেবারেই পাশে থাকেনি। লুকিয়ে পড়েছিল। বিএসএফ না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যেত। এরপরই নানা প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। সেই সঙ্গেই গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন ওঠে। বিক্ষোভকারীদের আগাম ছক থাকলে, আগাম কোনও মতলব থাকলে তা কেন আগাম খবর পেল না পুলিশ? তবে কি গোয়েন্দা ব্যর্থতার জন্য পুলিশ আগাম প্রস্তুতি নিতে পারেনি? ইতিমধ্যেই এনিয়ে খতিয়ে দেখছে রাজ্য পুলিশ। এরই মাঝে সামসেরগঞ্জ আর সুতির আইসির বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে একাংশ।
Be the first to comment