সুভাষ চন্দ্র বোস মিউজিয়াম উদ্বোধন মোদীর, উপহার পেলেন নেতাজির ব্যবহৃত টুপি

Spread the love

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২২ তম জন্মদিবস উপলক্ষ্যে ২৩ জানুয়ারি বুধবার লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এই সংগ্রহশালায় নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা রয়েছে ৷ এদিন মোদীর সঙ্গে নতুন মিউজিয়ামে নেতাজির নাতি চন্দ্র বসুও উপস্থিত ছিলেন বলে খবর ৷ এই মিউজিয়াম ফটো, পেন্টিং, সংবাদপত্রের ক্লিপিং, পুরনো রেকর্ড, অডিও-ভিডিও ক্লিপ, অ্যানিমেশন দিয়ে সাজানো হয়েছে ৷

তবে এখানেই শেষ নয়। এদিন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলো একটা বিরাট চমক ৷ এখানেই স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপিটি নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা ৷ আর সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফে মোদীকে উপহার হিসেবে দেওয়া হয় ৷ এই উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত নমো ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নেতাজি ব্যবহার করতেন এই টুপিটি ৷ বসু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে রাখা হয়েছে ৷ আমি আশা রাখছি, ইয়াংস্টাররা ক্রান্তি মন্দিরে আসবে এবং নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*