নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২২ তম জন্মদিবস উপলক্ষ্যে ২৩ জানুয়ারি বুধবার লালকেল্লায় সুভাষ চন্দ্র বোস মিউজিয়ামের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এই সংগ্রহশালায় নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত জিনিসপত্র প্রদর্শনের জন্য রাখা রয়েছে ৷ এদিন মোদীর সঙ্গে নতুন মিউজিয়ামে নেতাজির নাতি চন্দ্র বসুও উপস্থিত ছিলেন বলে খবর ৷ এই মিউজিয়াম ফটো, পেন্টিং, সংবাদপত্রের ক্লিপিং, পুরনো রেকর্ড, অডিও-ভিডিও ক্লিপ, অ্যানিমেশন দিয়ে সাজানো হয়েছে ৷
তবে এখানেই শেষ নয়। এদিন প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলো একটা বিরাট চমক ৷ এখানেই স্বয়ং নেতাজির ব্যবহার করা টুপিটি নিয়ে অপেক্ষা করছিলেন বসু পরিবারের সদস্যরা ৷ আর সেই টুপিটিই নেতাজির পরিবারের তরফে মোদীকে উপহার হিসেবে দেওয়া হয় ৷ এই উপহার পেয়ে স্বভাবতই আপ্লুত নমো ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নেতাজি ব্যবহার করতেন এই টুপিটি ৷ বসু পরিবারের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এই টুপিটি উপহার হিসেবে দেওয়ার জন্য ৷ এই টুপিটি লালকেল্লার ক্রান্তি মন্দিরে রাখা হয়েছে ৷ আমি আশা রাখছি, ইয়াংস্টাররা ক্রান্তি মন্দিরে আসবে এবং নেতাজির জীবন থেকে অনুপ্রেরণা পাবেন।
Be the first to comment