প্রয়াত সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহষ্পতিবার দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মৃত্যু হয় কিংবদন্তী এই শিল্পীর। বেশকিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। ভর্তি ছিলেন বাইপাসের একটি বেসরকারী নার্সিংহোমে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। সঙ্গীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, প্রখ্যাত সঙ্গীতশিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। এক সপ্তাহ আগেই ওঁনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখজনক। ২০১২ সালে রাজ্য সরকার তাঁকে সঙ্গীত সম্মানে ভূষিত করে। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। প্রয়াত শিল্পীর পরিবারের সদস্য ও প্রিয়জনদের সমবেদনা জানাই।
Be the first to comment