বিশেষ প্রতিনিধি,
সম্প্রীতির অনন্য নজির গড়লেন উত্তর প্রদেশের সুলতানপুর জেলার এক মুসলিম পরিবার৷ মহম্মদ সেলিমের মেয়ে জাহানা বানুর সাথে বিয়ে ঠিক হয় ইউসুফ মহম্মদের৷ এই বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে অভিনব পথ বেছে নিলেন সেলিম৷
মেয়ের বিয়েতে অভ্যাগত ছিলেন বহু হিন্দু৷ তাদের কিন্তু মুসলিম রীতিতে ছাপানো কার্ড পাঠাননি এই দম্পতি৷ বরং হিন্দু রীতি মেনে ছাপা হয় কার্ড৷ দেওয়া হয় হিন্দু অতিথিদের৷
২৯ এপ্রিল এই বিয়ে হয়৷ হিন্দু দেব দেবীর ছবি আঁকা ছিল বিয়ের হিন্দু কার্ডগুলিতে৷ গোটানো ক্যালেন্ডারের মতো করে ডিজাইন ছিল কার্ডে৷ স্বভাবতই এতে খুশি হিন্দু অতিথিরা৷
সেলিম বলেন মুসলিম অতিথিদের জন্য প্রায় ২৫০ থেকে ৩০০ কার্ড ছাপানো হয়েছিল, মুসলিম রীতি মেনে৷ অন্যদিকে আমন্ত্রিত হিন্দু অভ্যাগতদের জন্য ছিল প্রায় ১৩০ থেকে ১৪০টি কার্ড, যা তৈরি করা হয়েছিল সম্পূর্ণ হিন্দু রীতি মেনে৷
সেলিমের ছেলে আজাদ জানান, হিন্দু কার্ডে রাম সীতা, মঙ্গলঘট, প্রদীপ, নারকেল, ফুল, ফল দিয়ে সাজানো পুজোর থালার ছবি দেওয়া হয়৷ হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আজাদ বলেন বাড়ির সবাই এই সিদ্ধান্তে খুশি৷ সবার সম্মতি নিয়েই এই হিন্দু কার্ড ছাপানো হয়৷ এমনকি হিন্দু কার্ড ছাপানোতে ছেলের পরিবারও কোনও আপত্তি জানায়নি৷
আর এতে তো কোথাও আপত্তি থাকার কথা নয়, কারণ দেশের দুটি ধর্মকে পাশাপাশি রেখে চলতে চেয়েছেন তাঁরা, জানান আজাদ৷
Be the first to comment