রোজদিন ডেস্ক, কলকাতা:- রীতি মেনে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হল রেড রোডে। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্য মন্ত্রী, আমলা ও প্রশাসনের আধিকারিকরা।
এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় মঞ্চে ছিলেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার একাধিক মন্ত্রী, বিধায়ক আমলারা।
অনুষ্ঠানে শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার ডাক দেন। তিনি লেখেন, “আজ প্রত্যেক ভারতবাসীর কাছে এক গর্বের দিন। এই বিশেষ দিনে আমাদের সকলকে সংবিধানের মূল ভিত্তি তথা-সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সর্বোপরি দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে রক্ষা করার শপথ নিতে হবে। আমাদের ধাত্রীভূমিকে স্বাধীনতার মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ যাঁরা করে দিয়েছিলেন, সেই সকল বীর শহিদকে আজকের দিনে বিনম্র চিত্তে প্রণাম জানাই।”
তিনি আরও লেখেন, “আজকের এই মাহেন্দ্রক্ষণে আন্তরিক শ্রদ্ধা জানাই সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-সহ সকল সংবিধান রচয়িতাকে। পাশাপাশি, দেশের সকল সহ-নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের আজকের শপথ হোক জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈচিত্রের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্মসমন্বয়ের পরম্পরার, মহান ঐতিহ্যের সুদৃঢ় বন্ধনকে অটুট রাখার।”
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও রেড রোডে ভারতীয় সেনাবাহিনী এবং পুলিশের তরফ থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে রাজ্য সরকারের একাধিক দফতর। এদিন সমরাস্ত্রের প্রদর্শনে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার অজয় কুমার দাস। ১৮৮০ রকেট রেজিমেন্ট-এর তরফে এদিন রাজ্যপালকে স্যালুট জানানো হয়। প্রদর্শিত হয় রকেট সিস্টেম পিনাকা। যা ৩৭.৫ কিলোমিটার দূরের শত্রুকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। এই প্রদর্শনে নেতৃত্ব দিয়েছেন নায়েব সুবেদার আজহার খান। এই সিস্টেম থেকে ৪৪ সেকেন্ডে ২০০টি রকেট ছাড়া যায়। একইসঙ্গে রকেট সিস্টেম স্মাচও প্রদর্শিত হয়, যে বারোটি ব্যারেল থেকে রকেট নিক্ষেপ করে ৫০ কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষকেও ছিন্নভিন্ন করতে পারে। এছাড়াও প্রদর্শিত হয় এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফ্ট গান, যেটি আকাশপথে সাড়ে ৩০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বিমানকেও ধ্বংস করে দিতে পারে। প্রদর্শিত হয় এল ৭০ আফগান অ্যান্টি এয়ারক্রাফ্ট। কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ ছিল সেনা বাহিনীর রোবট-কুকুর। গত কয়েক দিন ধরেই কলকাতায় এই রোবট-কুকুরের কুচকাওয়াজে অংশগ্রহণ নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। এদিন রোবট কুকুরগুলি যথেষ্ট নজর কেড়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের মহিলা র্যাফ বাহিনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল। এই বাহিনীতে নেতৃত্ব দেন আইপিএস তথা এএসপি অঞ্জলি সুগা। নারী শক্তির শক্তি প্রদর্শনের উদ্দেশে এই বাহিনী রেড রোডে হাজির হয়েছিল। ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রদর্শনে অংশগ্রহণ করে কলকাতা ট্রাফিক পুলিশের বিশেষ বাহিনী। এছাড়া প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। ছিল বাদশা খান সেন্টিনারি স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজ স্কুল, চেতলা গার্লস এবং আদর্শ হিন্দি হাই স্কুল খিদিরপুরের পড়ুয়ারা। এদিন রেড রোডে বিভিন্ন লোকশিল্পীরা নৃত্যগীত উপস্থাপন করেন। তাঁদের গানে হাততালি দিয়ে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
Today, I joined the grand Republic Day parade at Red Road to celebrate 76 years of our Constitution – a living testament to the vision of an India rooted in SOVEREIGNTY, SECULARISM, DEMOCRACY, and FEDERALISM. This day is not just a commemoration; it is a call to renew our… pic.twitter.com/YR1OC4p4Tt
— Mamata Banerjee (@MamataOfficial) January 26, 2025
Be the first to comment