
রোজদিন ডেস্ক, কলকাতা:- শিক্ষক নিয়োগ মামলায় গোটা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কারা যোগ্য এবং কারা অযোগ্য তা নিয়ে চলছে লড়াই। এক ধাক্কায় সুপ্রিম কোর্টের তরফে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হয় । ২০১৬ সালের যে ২৬ হাজার শিক্ষকের নিয়োগের প্যানেল বাতিল করা হয়েছে, তার জেরে বুধবার রাজ্যে একাধিক জায়গায় শিক্ষকরা প্রতিবাদ করেন।
তবে উত্তেজনা ছড়ায় কসবায়। সেখানে ডিআই অফিসের সামনে বেশ কিছু শিক্ষকের উপর পুলিশ লাঠি চার্জ করে। যা নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। কসবায় শিক্ষকদের একাংশের উপর পুলিশ লাঠি চালালে তা নিয়ে জোরদার সমালোচনা শুরু হয় শাসক মহলে।
এসবের মাঝে এবার দেখা গেল এক হৃদয় বিদারক ছবি। যেখানে এক চাকরিহারা শিক্ষককে দেখা যায়, নিজের ছেলের সঙ্গে রাস্তায় প্রতিবাদে অংশ নিতে।ওই শিক্ষক নিজের হাতে ওএমআর শিট রেখে, শিশুকে কোলে বসান। ছোট ছেলের হাতে ‘আমার বাবা যোগ্য শিক্ষক।’ দেখা যায় এমন পোস্টার। খুদের হাতে ওই পোস্টার দেখে, মন ভেঙে যায় বহু মানুষের। নিজের যোগ্যতায়, দুর্নীতি না করে চাকরি পেয়েও কেন এই ধরনের হাল হচ্ছে শিক্ষকদের, তা নিয়ে জোর তরজা শুরু হয়। চাকরি হারা বাবার হয়ে শিশুটি ও আজ সোচ্চার হয়ে উঠেছে। ওইটুকু খুদেও যেন চিৎকার করে বলছে তার বাবা অযোগ্য নয় যোগ্য শিক্ষক।
Be the first to comment