‘আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে’, ছাত্র সমাবেশের বক্তৃতার ‘ব্যাখ্যা’ দিলেন মমতা

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। এই মর্মেই বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুখ্যমন্ত্রী যোগ দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চে সেখান থেকে আরজি কর নিয়ে সরব হয়েছিলেন মমতা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, “আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। আমরা এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।” এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। চিকিৎসকরা দাবি করেন, তাঁদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। পালটা ‘ভয় দেখিয়ে লাভ নেই’ বলেও মন্তব্য করেন। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, ‘‘আমি কিছু সংবাদপত্র, বৈদ্যুতিন (টিভি চ্যানেল) এবং ডিজিটাল মিডিয়াতে একটি নোংরা, বিভ্রান্তিমূলক প্রচার চিহ্নিত করেছি। গত কাল আমাদের ছাত্রদের কর্মসূচিতে আমি যে বক্তৃতা করেছিলাম, সে প্রসঙ্গেই রিপোর্টগুলি প্রকাশ করা হয়েছে।’’ এর পরেই সরাসরি তাঁর বক্তৃতার প্রসঙ্গে এসেছেন তৃণমূলনেত্রী। লিখেছেন, ‘‘আমি সবচেয়ে জোরালো এবং স্পষ্ট ভাবে বলতে চাই যে, পড়ুয়াদের বা তাঁদের আন্দোলনের বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করিনি। আমি তাঁদের আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করি। তাঁদের আন্দোলন ন্যায্য। আমি কখনই তাঁদের হুমকি দিইনি। কিন্তু কিছু মানুষ আমাকে অভিযুক্ত করছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’


পাশাপাশি, বুধবার মেয়ো রোডের জমায়েতের মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘আমায় অনেক গালাগালি দিয়েছেন। অনেক অসম্মান করেছেন। আমি অনেক ভেবেছি। আমি ভেবে দেখলাম, এঁদের বিরুদ্ধে কোনও দিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদলা নয়, বদল চাই। আজ বলছি, ওই কথা নয়। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন।’’ তিনি আরও বলেন, ‘‘আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা, অপপ্রচার এবং চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, তাকে আপনি কামড়াবেন না ঠিকই। কিন্তু ফোঁস তো করতে পারেন। ’’তাঁর ওই মন্তব্য বিরোধীদের বিরুদ্ধে উস্কানি বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে, এক্স হ্যান্ডেল পোস্টে তাঁর ব্যাখ্যা দিয়ে বললেন, ‘‘আমি গত কাল আমার বক্তৃতায় যে বাক্যাংশটি ব্যবহার করেছি তা শ্রীরামকৃষ্ণ পরমহংসের একটি উদ্ধৃতি। কিংবদন্তি সাধক বলেছিলেন, মাঝেমাঝে আওয়াজ তুলতে হয়। অপরাধ ও ফৌজদারি অপরাধ হলে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে।’’ পড়ুয়ারা নন, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে তাঁর নিশানা যে বিজেপি ছিল, সে কথাও বৃহস্পতিবার খোলাখুলি জানিয়েছেন মমতা। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমি বিজেপির বিরুদ্ধে কথা বলেছি। আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি কারণ, ভারত সরকারের মদতে তারা আমাদের রাজ্যে গণতন্ত্রকে আঘাত করার এবং নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কেন্দ্রের সমর্থনে তারা অনাচার তৈরি করার চেষ্টা করছে। তাই আমি তাদের বিরুদ্ধে আমার আওয়াজ তুলেছি।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*