
রোজদিন ডেস্ক, কলকাতা:- পরপর তিনবার জোরালো ভূমিকম্প মায়ানমারে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.২ এবং ৭ এবং ৫। কম্পন অনুভূত হয়েছে দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতায়।
ন্যশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ১১টা ৫০ মিনিট নাগাদ প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.২। প্রথমটির উৎপত্তিস্থল মায়ানমারের বার্মার ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এরপর দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়, ১২টা ২ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। দ্বিতীয়টির উৎপত্তিস্থল মায়ানমারের লকসকের ১৫১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর তৃতীয় ভূমিকম্প অনুভূত হয়েছে ১২টা ৫৭ মিনিট নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫।
EQ of M: 7.2, On: 28/03/2025 11:50:52 IST, Lat: 21.93 N, Long: 96.07 E, Depth: 10 Km, Location: Myanmar.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/Yu9tQjs9oI— National Center for Seismology (@NCS_Earthquake) March 28, 2025
কম্পন এতটাই তীব্র ছিল যে, ৯০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও হোটেল, শপিং মল কাঁপতে শুরু করে। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। সেখানে ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বাড়ি। জানা যাচ্ছে, ভূমিকম্পের জেরে মায়ানমারের একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একাধিক বহুতল। ইতিমধ্যে বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি রোজদিন)।
Small earthquake in
pic.twitter.com/bYtgRK9c8S
— Alex MacGregor (@alexmacgregor__) March 28, 2025
তাতে দেখা যাচ্ছে, তাসের ঘরের মতো একের পর এক বহুতল ভেঙে পড়ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ইন্ডিয়ান প্লেট, বার্মা মাইক্রোপ্লেট এবং শান-থাই ব্লক- এই তিনটি টেকটনিক প্লেট মায়ানমারে রয়েছে। এই কারণে এটি পৃথিবীর ভূমিকম্পপ্রবণ এলাকাগুলির মধ্য অন্যতম।
এছাড়া কম্পন অনুভূত হয়েছে পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও। সুন্দরবন এলাকায় যেমন কম্পন বোঝা গিয়েছে। পাশাপাশি কলকাতা-সহ হাওড়া, হুগলি ও সিকিমের একাধিক জায়গায়।স্বল্প মাত্রায় কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
Be the first to comment