
রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের পাটনায় এক নার্সিংহোমে ভয়ানক হত্যাকাণ্ড। অজ্ঞাতপরিচয় আততায়ীরা সরাসরি নার্সিংহোমের ডিরেক্টর ডঃ সুরভি রাজকে গুলি করে হত্যা করেছে। তার রক্তমাখা দেহ পরে তার কেবিন থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি আগমকুয়ান থানা এলাকার ধানুকি মোড়ের এশিয়ান হাসপাতাল। আততায়ীরা এসে একের পর এক গুলি চালিয়ে ডাক্তারের জীবন কেড়ে নেয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ফুলওয়ারি শরীফ AIIMS হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পাটনা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডের সাহায্যে ক্লু সংগ্রহের চেষ্টা চলছে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং খুনিদের শনাক্ত করতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে। হত্যার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।
Be the first to comment