মায়াপুর ব্যারাকে পুলিশ কর্মীর রহস্যজনক ঝুলন্ত দেহ উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মায়াপুর ফাঁড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক পুলিশ অফিসার। নদিয়ার নবদ্বীপের মায়াপুর ফাঁড়ির ঘটনা। জানা যায়, বুধবার সকালে দেবাশীষ গড়াই, বয়স ৪২ , মায়াপুর ফাঁড়িতে কর্মরত ওই এএসআই-এর দেহ উদ্ধার হয়। তিনি গত কয়েকদিন আগেই এই মায়াপুর ফাঁড়িতে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, বীরভুমের নানুরে বাড়ি এই অফিসারের। কী ভাবে মৃত্যু, বা আত্মহত্যা কি না, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

বুধবার সকালে মায়াপুর ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিনতলায় ঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাতে একটি ‘আনসেভড’ নম্বর থেকে ভিডিয়ো কল এসেছিল ওই পুলিশকর্মীর কাছে। কয়েক মিনিট তাঁকে ভিডিয়ো কলে কথা বলতে দেখেছেন সহকর্মীরা। তার কয়েক ঘণ্টা পর সকালে পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়েছে।
অনান্য অফিসাররা দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় মায়াপুর স্বাস্থ্যকেন্দ্রে এসে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এই ঘটনার কথা বুধবার সকালে জানা গিয়েছে। যদিও পুরো ঘটনায় কোনও রকম মামলা দায়ের হয়, তবে তদন্ত করে দেখা হবে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তদন্ত করে দেখা হবে পারিবারিক কোনও সমস্যা আছে নাকি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*