নবদ্বীপ ও কোচবিহারকে হেরিটেজ শহরের মর্যাদা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য হেরিটেজ কমিশনের

Spread the love

নবদ্বীপ ও কোচবিহারকে হেরিটেজ শহরের মর্যাদা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য হেরিটেজ কমিশন। ইতিমধ্যে বিজ্ঞপ্তিতে দুই শহরের ঐতিহ্যশালী স্থাপত্য, সৌধ, মন্দির, মসজিদ ও এলাকাগুলি চিহ্নিত করে তার তালিকা প্রকাশ করা হয়েছে। হেরিটেজ চিহ্নিত এলাকার প্রাচীরের সৌন্দর্য নষ্ট হয়, এমন কোনও কাজ বা দেওয়াল লিখন নিষিদ্ধ। দেওয়া যাবে না হোর্ডিং। এই সব সম্পত্তি সংস্কার, বিক্রী, লিজ ও বন্ধক দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নতুন করে এ ধরনের কাজ করতে হলে সংশ্লিষ্ট পুরসভা বা জেলা পরিষেদর কাছে আবেদন করতে হবে।

এর উপর বিচার করেই উপযুক্ত মতামত দিয়ে জেলা হেরিটেজ কমিটির কাছে পেশ করবে। সেখানেই সিদ্ধান্ত হবে। প্রয়োজনে রাজ্য হেরিটেজ কমিশন সেই সিদ্ধান্ত খতিয়ে দেখবে।

হেরিটেজ কমিশন দুই শহরের ঐতিহ্যশালী সৌধ ও এলাকাগুলির একটি তালিকা প্রকাশ করেছে। নবদ্বীপের ৮৬টি সৌধকে চিহ্নিত করা হয়েছে। কোচবিহারের জন্য চিহ্নিত হয়েছে ১৫৫টি।নবদ্বীপের তালিকায় চৈতন্যদেবের জন্মভিটে, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটে, নৃসিংহদেবের মন্দির, চাঁদ কাজির সমাধি, বামনপুকুর বড় মসজিদের পাশাপাশি ইসকন মন্দিরও ঠাঁই পেয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*