করোনা সংক্রমণ রুখতে আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। পাশাপাশি অন্য রাজ্য থেকে এ রাজ্যে ট্রেনের প্রবেশ বন্ধ করার পক্ষে রাজ্য সরকার। এই বিষয়ে কার্যকরি পদক্ষেপের আরজি জানিয়ে রাজ্য সরকারের তরফে ইতোমধ্যে রেল বোর্ডের কাছে আবেদন করা হয়েছে।
সময় যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারতে এই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০ ছুঁই ছুঁই। এর মধ্যে শনিবার কলকাতায় আরও এক আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এ রাজ্যে মোট আক্রান্তের সংখা বেড়ে হয়েছে ৪।
করোনাভাইরাসে সবথেকে মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলি সর্বাধিক প্রভাবিত। এই সমস্ত রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে যাতে সংক্রমণের ঘটনা না ঘটে সেই বিষয়টি এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের বিশেষ করে ভাবাচ্ছে। যে কারণে সামাজিক সংস্পর্শ রুখতে এই রাজ্যের মধ্যে রেল পরিষেবা চললেও অন্য রাজ্যের সঙ্গে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার জন্য রেল বোর্ডের কাছে আবেদন করেছে নবান্ন।
Be the first to comment