আন্তঃরাজ্য বাস চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আগেই । এবার জরুরি নয়, এমন পণ্যবাহী গাড়ি রাজ্যে প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করল নবান্ন । আজ রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে ।
গতকাল নবান্নে তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, অন্য রাজ্য থেকে যাত্রীবাহী বাস এরাজ্যে ঢুকতে দেওয়া হবে না । সেই নির্দেশিকার সূত্র ধরেই আজ রাজ্য প্রশাসনের তরফে আর একটি নির্দেশিকা জারি করা হয় । তাতে বলা হয়, এরাজ্য থেকে কোনও বাস অন্য রাজ্যে যাবে না । এমনকী সীমান্তবর্তী জেলাগুলি থেকেও ভিন রাজ্যের সীমান্তবর্তী জেলায় কোনও বাস চলাচল করবে না । এর পাশাপাশি আজ নবান্নের তরফে জারি করা হয়েছে অন্য আরেকটি নির্দেশিকা । সেখানে জরুরি নয়, এমন পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
জাতীয় পারমিট থাকা ট্রাক, ট্রেলার চলাচলের উপর আজ রাত থেকে রাশ টানা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। জরুরি সামগ্রী নেই, এমন পণ্যবাহী গাড়ি এরাজ্যে ঢুকতে দেওয়া হবে না । তবে জরুরি পণ্য হিসেবে কোনগুলিকে গণ্য করা হবে, সেই বিষয়ে নির্দেশিকায় কিছু বলা নেই । তবে নবান্ন সূত্রে খবর, যে গাড়িগুলিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ফল, ওষুধ, দুধ সহ জরুরি পণ্য রয়েছে সেগুলি ছাড় পাবে ।
Be the first to comment