করোনা পরিস্থিতি মোকাবিলায় সোমবার বিকেলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সংঘবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা সম্ভব তা নিয়েই আলোচনা হবে মূলত। সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক বাতিল করেই হবে সর্বদল বৈঠক।
করোণা কাঁপুনিতে কাঁপছে দেশ। রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এই রাজ্যেও। মারণ ভাইরাসের সংক্রমনের মোকাবিলায় ইতিমধ্যে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে আজ সোমবার বিকেল থেকেই রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে নবান্নে রাজ্যের বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেইমতো এদিন বিকেল চারটে নাগাদ নবান্নে সেই বৈঠক হবে বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারকে সব রকম সহযোগিতার বার্তা আগেই দিয়েছিল বাম এবং কংগ্রেস। এই পরিস্থিতিতে রাজ্যের পাশে থাকার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এদিনের বৈঠকে রাজ্যের সব বিরোধী দলের নেতারা নবান্ন উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে।
সোমবার বিকেল থেকে রাজ্যে লকডাউন ঘোষণা হয়েছে। করোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হবে সরকারি ও বেসরকারি গণপরিবহন ব্যবস্থা। বন্ধ থাকবে ট্রেন বাস ও অন্য গাড়ি চলাচল। তবে জরুরিকালীন সব রকম পরিষেবা চালু থাকবে বলেই জানা গিয়েছে। ট্রেন বাস বন্ধ হলেও মুদি দোকান, রেশন দোকান, ওষুধের দোকান, চশমার দোকান খোলা থাকবে। খোলা থাকবে মাছ মাংস শাক সবজি ও ফলের দোকান।
Be the first to comment