কোরোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতাল, নার্সিংহোমে ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে জড়িত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জন্য এবার ১০ লাখ টাকার বীমা ঘোষণা করল রাজ্য সরকার। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মীদের পাশাপাশি এবার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জন্য বিমা চালু হল। এমনই জানালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
চিকিৎসক, নার্স, স্বাস্থ্য দপ্তরে কর্মী, সাফাই কর্মী থেকে শুরু করে কোরোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ইতিমধ্যেই ১০ লাখ টাকার বিমা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ মে পর্যন্ত এই বীমার আওতায় থাকবেন কর্মীরা।
এতদিন পর্যন্ত হাসপাতাল বা নার্সিংহোমে কর্মরত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিমার আওতায় ছিলেন না । তারা যাতে বিমার সুবিধা পান তার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল বিদ্যুৎ দপ্তর । রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে । এরপরই আজ বিদ্যুৎ দপ্তরের চেয়ারম্যানকে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় জরুরি ভিত্তিক পরিষেবা হিসেবে কোরোনা মোকাবিলার সঙ্গে যুক্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরও বিমার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে ।
Be the first to comment