উত্তরপ্রদেশে নিহত বাংলার শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য: নবান্ন

Spread the love

উত্তরপ্রদেশের অরাইয়া পথ দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। ট্রাকে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়া রাজ্যের বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করল নবান্ন। টুইটে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় মৃত বাংলার চার শ্রমিকের পরিবার পিছু ২ লাখ অর্থ সাহায্য করা হবে। প্রসঙ্গত, দুর্ঘটনায় নিহত ২৪ জন শ্রমিকের মধ্যে ৪ জন এ রাজ্যের পুরুলিয়ার বাসিন্দা।

শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ দুটি ট্রাকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয় ২৪ জন পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। শ্রমিকদের প্রত্যেকেই বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।

শনিবার সকালে অরাইয়ার ঘটনায় টুইটারে শোকপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছিলেন তিনি। নিহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকারও। নিহতদের পরিবার পিছু ২ লাখ ও আহতদের ৫০ হাজার অর্থ সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও কানপুরের IG-কে রিপোর্ট জমা দিতে বলেছেন তিনি। উত্তরপ্রদেশের অরাইয়ার পথ দুর্ঘটনা নিয়ে টুইটে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। হিন্দিতে টুইটে তিনি লিখেছেন, ‘উত্তরপ্রদেশের পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। উত্তরপ্রদেশ সরকার উদ্ধার কাজ করছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সেই প্রার্থনাও করছি।’

লকডাউনের আবহে বিভিন্ন ভাবে বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা। বুধবারই ভিন্ন দুটি পথ দুর্ঘটনায় নিহত হন ১৪ জন পরিযায়ী শ্রমিক। তার আগে মহারাষ্ট্রে রেললাইনের উপর ঘুমিয়ে পড়া ২০ জন পরিযায়ী শ্রমিকের উপর দিয়ে চলে যায় মালগাড়ি। মৃত্যু হয় ১৬ জন শ্রমিকের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*