আমফান আসছে বাংলাকে তছনছ করতে৷ ইতিমধ্যেই সুন্দরবন-সহ উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষদের সরানোর কাজ জোর কদমে চালাচ্ছে রাজ্য সরকার৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন, দুর্যোগে সরকারি সাহায্যের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম নম্বর৷ নম্বরটি হল, ২২১৪৩৫৩৬ ও ২২১৪১৯৯৫৷ এ ছাড়া টোল ফ্রি নম্বর ১০৭০৷
এ দিন মমতা বলেন, ‘কাল দুপুর ২টোয় আছড়ে পড়বে ওই ঘূর্ণিঝড়৷ দুর্যোগ চলবে মধ্যরাত পর্যন্ত৷ অনেকে বলছেন আয়লার থেকেও ভয়ঙ্কর হবে৷ দক্ষিণ ২৪ পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে৷ কাল কেউ দুপুর ১২টার পরে বাড়ি থকে বেরবেন না৷’
তিনি জানান, আজ অর্থাত্ মঙ্গলবার সারারাত বৃষ্টি হবে৷ পরিযায়ী শ্রমিকদের এই দু’দিন বাইরে থেকে আনা হবে না৷ মমতার কথায়, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন৷ আমি বলেছি, সব রকম ব্যবস্থা করছি৷ বুলবুলের সময়েও করেছিলাম৷ কাল সারা রাত আমি কন্ট্রোল রুমে থাকব৷’
IMD জানাচ্ছে, আগামী ৬ ঘণ্টায় সুপার সাইক্লোন থেকে প্রচণ্ড শক্তিশালী ঝড় হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আছড়ে পড়তে পারে আমফান৷ সুন্দরবনেও ব্যাপক ক্ষয়ক্ষতি চালাবে এই ঝড়৷ তবে পূর্ব উপকূলে আগামিকাল অর্থাত্ বুধবার আছড়ে পড়বে আমফান৷
রাজ্যের ‘আমফান’ মোকাবিলা পরিস্থিতি নিয়ে এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ কেন্দ্রের সব রকম সাহায্যের আশ্বাসের পাশাপাশি অমিত শাহ মমতাকে জানিয়েছেন রাজ্য চাইলে ত্রাণ তৈরি৷
Be the first to comment