আমফানের তাণ্ডবলীলা খাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ৷ হাওড়ায় নবান্নে অফিস পুরো তছনছ ৷ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রে খবর, এই সরকারি দফতরের নর্থ গেটে চেকিংরুম ক্ষতিগ্রস্ত ৷ আহত দুই পুলিশকর্মী ৷ নবান্নের মন্ত্রীর জন্য নির্দিষ্ট একটি ঘর সুপার সাইক্লোনের দাপটে পুরো লন্ডভন্ড ৷ নবান্নে ১০৯ নম্বর ঘরে তছনছ আসবাবপত্র৷
‘ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছি৷ আমি স্তম্ভিত ৷ রাজ্যের পুরো সর্বনাশ হয়ে গেল৷’ আমফানের তাণ্ডবলীলা নিয়ে সাংবাদিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল এমনই অসহায়তার সুর। বলেন, মুখ্যমন্ত্রী বলেন, ‘ধ্বংসের হাত থেকে উন্নয়নের পথে আবারও সবাইকে শামিল করে একসঙ্গে কাজ করব। দিঘাতে তেমন বেশি হিট করেনি,কিন্তু সর্বনাশ হয়ে গিয়েছে দুই পরগণার। আমাদের অফিস নবান্নেরও অর্ধেক ভেঙে গিয়েছে। কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে গেল, লাখও ছাড়াতে পারে। কত যে বাড়ি, নদীর বাঁধ ভেঙে গেছে, খেত থেকে… সব সর্বনাশ হয়ে গেছে। সংখ্যাটা এখনই বলা যাবে না ৷’ এখনও পর্যন্ত ১০ থেকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
Be the first to comment